ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘আমার লাশটা তাড়াতাড়ি দাফন করে দিও’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
‘আমার লাশটা তাড়াতাড়ি দাফন করে দিও’ প্রতীকী ছবি

খুলনা: খুলনায়  নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

স্বজনদের দাবি, আত্মহত্যা করেছেন ওই কলেজছাত্রী।

তার ঘরে পাওয়া গেছে একটি সুইসাইড নোট। যেখানে লেখা রয়েছে, ‘আমার লাশটা তাড়াতাড়ি দাফন করে দিও। ’

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে ধারণা তার পরিবারের সদস্যদের।

স্বজনেরা বাড়িতে এসে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে দ্রুত নামিয়ে গলার ফাঁস খুলে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করেন।  

রাবেয়ার ঘর থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে,  ‘আমাকে মাফ করে দিও, তোমরা সবাই অনেক ভালো থেকো। আমার লাশটা তাড়াতাড়ি দাফন করে দিও। দয়া করে আমার এই কাজের জন্য কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, কেউ দায়ী না। ’

এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, একটি চিরকুট পেয়েছি। নিহত রাবেয়ার মোবাইলের কল যাচাই-বাছাইসহ পুলিশ বিষয়টি তদন্ত করছে। পরিবারের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে রাবেয়া আত্মহত্যা করেছে এ বিষয়ে এখন জানা যায়নি।  

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
এমআরএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।