ঢাকা: রাঙামাটির বাঘাইছড়িতে সাজেক যাওয়ার পথে অপহরণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তাকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে দিপিতা চাকমা নামে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) কামরুল হাসান।
ঘটনার বিষয়ে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির চৌত্রিশ শিক্ষার্থী ভ্রমণে রাঙ্গামাটির সাজেক যাচ্ছিলেন। যাওয়ার পথে বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাজেক থানাধীন সিজকছড়া নামক স্থানে শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় ১০/১২ জন পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসী গাড়িতে কোনো পাহাড়ি শিক্ষার্থী আছে কিনা জানতে চায়। তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা শিক্ষার্থীদের মধ্যে থাকা একমাত্র পাহাড়ি শিক্ষার্থী দিপিতা চাকমাকে (২৫) জোর করে মোটরসাইকেলে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
সাজেক থানা পুলিশ দিপিতা চাকমাকে উদ্ধারে অভিযান চালায়। বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টায় রাঙ্গামাটি জেলার সাজেক থানাধীন দাঁড়িপাড়া বনোআদম নামক স্থান থেকে তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত দিপিতার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার খবং পড়িয়া এলাকায়।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা সেপ্টেম্বর ৬, ২০২৩
এসজেএ/এমজে