ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে ইয়াবাসহ বিক্রেতা আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
বেলকুচিতে ইয়াবাসহ বিক্রেতা আটক 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে দেড় হাজার ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইল হোসেন সরকার (২৪) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশ।  

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করেন।

 

আটক ইসমাইল বেলকুচি উপজেলার সাহপুর গ্রামের আবি সাঈদ সরকারের ছেলে।  

জেলা ডিবির ওসি রওশন আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকবিক্রেতা ইসমাইলকে আটক করা হয়। সে সময় তার শরীর তল্লাশি করে দেড় হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

ইসমাইলকে আটকের অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা পুলিশ  সুপার (এসপি) মো. আরিফুর রহমান মণ্ডলের দিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক।  

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।