ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কৃষক লীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ফাঁস

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
কৃষক লীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ফাঁস

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক টিপুর ইয়াবা সেবনের একটি ভিডিও ফাঁস হয়েছে।  

ভিডিওটিকে ঘিরে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিব্রতকর অবস্থায় পড়েছেন জেলা ও উপজেলা কৃষকলীগের নেতারা।

ফাঁস হওয়া ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নাজমুল হক টিপু টাকা দিয়ে পাইপ বানিয়ে ইয়াবা সেবন করছেন। এ সময় কেউ একজন অশ্রাব্য ভাষায় বকাবকি করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কৃষকলীগের এক নেতা বলেন, উপজেলা পর্যায়ের একজন নেতার মাদক সেবনের এই ধরনের ভিডিও প্রকাশ্যে আসে তাহলে দলের সম্মান কোথায় যায়। এই ধরনের নেতাকে দিয়ে দলের কি উপকার হতে পারে।

ইয়াবা সেবনের বিষয়ে নাজমুল হক টিপু বলেন, ভিডিওটি এক বছর আগের। আমি কখনও ইয়াবা সেবন করিনি। বন্ধুবান্ধবরা সেবন করেছিল, শখের বসে একটা টান দিয়েছি। রাজনৈতিকভাবে হেয় করতে আমার প্রতিপক্ষরা এই ভিডিও নিয়ে নোংরা খেলা করছেন।

চিতলমারী উপজেলা কৃষকলীগের সভাপতি প্রাণ কৃষ্ণ দত্ত বলেন, নাজমুল হক টিপুর ইয়াবা সেবনের ভিডিওটি এলাকায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন বলেন, নাজমুল হক টিপুর ভিডিওটির কথা শুনেছি। এ ব্যাপারে দলীয় সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাংলাদেশ  সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।