ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দ্বিতীয় বিয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে স্বামীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
দ্বিতীয় বিয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে স্বামীর আত্মহত্যা

পঞ্চগড়: পঞ্চগড়ে দ্বিতীয় বিয়ে করতে চাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আব্দুল মালেক (৫০) নামের এক স্বামী আত্মহত্যা করেছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সদরের ৪ নম্বর কামাত কাজলদিঘী ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহত মালেক একই এলাকার মৃত দজির উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ভ্যান চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে মালেক দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। কলহের এক পর্যায়ে শুক্রবার রাতে স্ত্রী অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। এর কিছু সময় পর পরিবারের অন্য সদস্যরা মালেককে দেখতে না পেয়ে রাতে খুঁজতে গেলে বাড়ির পেছনে থাকা একটি গাছে সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বাংলানিউজকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।