ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৈদ্যুতিক সুইচ অন করতে গিয়ে প্রাণ হারালেন গৃহবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
বৈদ্যুতিক সুইচ অন করতে গিয়ে প্রাণ হারালেন গৃহবধূ

বরগুনা: বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টুলি বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

টুলি বেগম উপজেলার নাচনাপাড়া গ্রামে রুহুল আমিন সিকদারের স্ত্রী।

স্বজনরা জানান, দুপুরে ঘরের আলো জ্বালানোর জন্য বৈদ্যুতিক সুইচ অন করতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন টুলি। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল মুনায়েম সাদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টুলি বেগমের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।