ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

‘সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে সুস্থ জাতি গঠনের বিকল্প নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
‘সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে সুস্থ জাতি গঠনের বিকল্প নেই’

রাঙামাটি: আগামীর সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে হলে সুস্থ জাতি গঠনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।  

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে স্কুল হেলথ কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, একটা সময় নারী এবং কিশোরীদের প্রাকৃতিক সমস্যা নিয়ে আলোচনা করতে মানুষ লজ্জা পেতো। মানুষদের মধ্যে তৎকালীন সময়ে কুসংস্কার ধারণ ছিল। বর্তমানে যুগ বদলে গেছে। সুস্থ জাতিগঠন করতে হলে সুস্থ মা তৈরির কোনো বিকল্প নেই। তাই আগামীর সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে আমাদের নারী এবং কিশোরীদের আলাদা যত্ন নিতে হবে।

জেলা পরিবার পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান সরদার এবং জেলার কন্ট্রাসেভটিক ক্লিনিকের এডিশনাল ডিরেক্টর ডা. বেবী ত্রিপুরা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।