ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারী বিআরটিএ অফিসে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
নীলফামারী বিআরটিএ অফিসে দুদকের অভিযান

নীলফামারী: নানান অনিয়ম ঘুষ দুর্নীতির অভিযোগে নীলফামারী বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফের নেতৃত্বে পাঁচ সদস্যের অভিযানিক দল নীলফামারী বিআরটিএ অফিসে গিয়ে অফিস সহকারী শাহিন, নারায়ণ গোস্বামী, মাসুমা আকতারের মোবাইল ফোনে বিভিন্ন বিকাশ নম্বরে টাকার হদিস পান।

ফোনগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। উপস্থিত লাইসেন্স আবেদনকারী হোসেন মিয়া, আবুবক্কর আলী বলেন, এখানে যত অনিয়ম হয়, তার সবই হয় মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটকের ইশারায়। দুদকের অভিযানিক দল বিআরটিএ অফিসের অনেক ত্রুটি খুঁজে পায়।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।