ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুবাই থেকে ভারত হয়ে ফিরছিলেন যুবলীগ নেতা হত্যার আসামি, আখাউড়া বন্দরে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
দুবাই থেকে ভারত হয়ে ফিরছিলেন যুবলীগ নেতা হত্যার আসামি, আখাউড়া বন্দরে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: দুবাই থেকে ভারত হয়ে দেশে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে মো. বাদল রিয়াজ (৪৮) নামে হত্যা মামলার এক আসামি ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার মামলার আসামি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ইমিগ্রেশন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। বাদলের পাসপোর্টটি কালো তালিকাভুক্ত হওয়ায় ইমিগ্রেশন পার হওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েন তিনি।  

বাদল তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মো. রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া জানান, বাদল একটি হত্যা মামলার আসামি মর্মে ইমিগ্রেশন পুলিশকে জানিয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বিকেলে তিনি দুবাই থেকে ভারতের আগরতলা হয়ে আখাউড়া ইমিগ্রেশনে আসেন। তার পাসপোর্টটি কালো তালিকাভুক্তও করা হয়। পরে তাকে আটক করে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।