ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে ৮০০ ইয়াবাসহ যুবলীগ নেতা শাহিন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
হাজীগঞ্জে ৮০০ ইয়াবাসহ যুবলীগ নেতা শাহিন গ্রেপ্তার

চাঁদপুর: জেলার হাজীগঞ্জে ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়েছেন ৫ নম্বর সদর ইউনিয়নের পশ্চিম শাখা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন (৪৪)।  

এসময় গ্রেপ্তার হন মো. আজাদ গাজী (৩৪) নামের আরেক মাদকবিক্রেতা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৈয়ারপুল বাজারের দক্ষিণ পাশে উচ্চাঙ্গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মিছবাহুল আলম চৌধুরী ও নুরুল আলম।  

পরদিন বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার যুবলীগ নেতা জাকির হোসেন শাহিন উপজেলার সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড উচ্চাঙ্গা মুন্সি বাড়ির বাসিন্দা। অপরজন আজাদ গাজী চাঁদপুর সদর উপজেলার সেনগাঁও গাজী বাড়ির নুরুল ইসলাম গাজীর ছেলে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮০০ ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। আটকের সময় দুজনের মোবাইল ফোন, একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এসএএইচ/এসআরএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।