ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ৭৮টি ইয়াবাসহ আল-আমিন (৩৫) নামে যুবককে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।  

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক আল-আমিন পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা বাজার এলাকার মো. সোহরাব পহলানের ছেলে।  

কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মাসুদুর রহমান মোড়ল জানান, ইয়াবা পাচার হচ্ছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো করা হয়। এ সময় ৭৮টি ইয়াবাসহ আল-আমিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।