ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ট্রাকচাপায় উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
সাতক্ষীরায় ট্রাকচাপায় উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরায় ট্রাকের চাপায় নীলকণ্ঠ সরকার (৪৫) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীলকণ্ঠ সরকার খুলনার ডুমুরিয়া উপজেলার বিশ্বনাথ সরকারের ছেলে। তিনি সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।  

প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন জানান, নীলকণ্ঠ সরকার মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। ত্রিশ মাইল এলাকায় পৌঁছানোর পর বৃষ্টিতে মোটরসাইকেলের চাকা পিছলে গেলে তিনি পড়ে যান। এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পাটকেলঘাটা থানায় রাখা হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।