ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নিজের প্রাণ দিয়েও খেলার সাথীকে বাঁচাতে পারল না ছোট্ট শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
নিজের প্রাণ দিয়েও খেলার সাথীকে বাঁচাতে পারল না ছোট্ট শিশু

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জলাশয় থেকে একে অন্যের হাত ধরা অবস্থায় দুটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

একটি শিশু জলাশয়ে পড়ে হাবুডুবু খেতে থাকলে অপর শিশুটি তাকে বাঁচানোর উদ্দেশ্যে লাফ দেয় এবং দুজনেরই মৃত্যু হয় বলে জানা গেছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- সদরাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন (৮) ও বাবুল হোসেনের ছেলে রাফি আহমেদ (৬)।

স্থানীয়দের বরাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমদ জানান, ইকবাল ও রাফি সম্পর্কে চাচাতো ভাই এবং একে অন্যের খেলার সাথী। সোমবার সন্ধ্যায় খেলাধুলার করার সময় রাফি জলাশয়ে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে জলাশয়ে লাফ দেয় ইকবালও। কিছুক্ষণ পর জলাশয়ে দুই শিশুর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেন।

ওসি আরও জানান, মরদেহ দুটি জলাশয় থেকে উদ্ধারের সময় শিশুরা একে অন্যের হাত ধরা অবস্থায় ছিল। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।