ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জলঢাকা পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
জলঢাকা পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত

নীলফামারী: নীলফামারীর জলঢাকা পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়েছে।  

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্বাক্ষরিত জারিকৃত চিঠিতে এ তথ্য জানা গেছে।



চিঠিতে বলা হয়, নীলফামারীর জলঢাকা পৌরসভাকে ‘খ’ শ্রেণী থেকে ‘ক’ শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হলো।  

গত ১৭ সেপ্টেম্বর রাস্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. আব্দুর রহমান ওই পত্রে স্বাক্ষর করেছেন।  

এদিকে, দীর্ঘদিনের অবহেলিত জলঢাকা পৌরসভাকে ‘ক’ শ্রেণীতে আনন্দের বন্যা বইছে পৌর পরিষদ ও সর্বস্তরের জনগণের মাঝে। তারা বর্তমান সরকারকে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ ও অভিভনন্দন জানান।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ