ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ১০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
চাঁদপুরে ১০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

চাঁদপুর: চাঁদপুরে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ সাদিকুর রহমান রনি (৩৮) নামে কারবারিকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে জেলা শহরের বাবুরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রনি জেলার হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।  

পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে বাবুরহাট এলাকায় জমজম সুইটসের সামনে থেকে রনিকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা পেয়ে জব্দ করা হয়।  

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, আটক মাদক কারবারি রনির বিরুদ্ধে থানায় মামলা হবে। মাদকের সঙ্গে আমাদের কোনো আপস নেই। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।