ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রবাসীর মৃত্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রবাসীর মৃত্য

বরিশাল: গুনগুন ও যাতায়াত পরিবহনের দুই বাসের সংঘর্ষে দেলোয়ারা বেগম (৪০) নামে এক সৌদি প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন এবং তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ারা বরিশাল বিমানবন্দর থানার চুলচর বালিয়াখালী গ্রামের নুর ইসলামের স্ত্রী।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে গুরুতর পাঁচজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল জানান, দুর্ঘটনা কবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।