ঢাকা: অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে প্রতরণাকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
গ্রেপ্তাররা হলেন- অশোক কুমার ঘোষ (৩৬), শফিকুল ইসলাম (৩৫), অনি কুমার রজক (৩৪) ও আব্দুস সালাম মোল্লা লিটন (৩৪)।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এটিইউ'র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন জানান, গ্রেপ্তার চারজন ও তাদের সহযোগীরা বেট৩৬৫, বেটবাজ, ফেয়ার এক্সেঞ্জ৯, ড্রিমজ৪৪৪.কম, স্কাইফেয়ার২৪৭ সহ আরো কিছু সাইট ব্যবহার করে জুয়া খেলায় প্রলুব্ধ করে মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস ও ব্যাংক অ্যাকাউন্টে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল।
গ্রেপ্তার আব্দুস সালাম মোল্লা লিটন জুয়া পরিচালনায় সুপার এজেন্ট হিসেবে বিভিন্ন অ্যাপের আইডি এবং ডলার প্রদান করে প্রতিমাসে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
গত একমাসে এই চক্রটি অর্ধ কোটিরও বেশি টাকার অবৈধ ই-ট্রানজেকশন করেছে বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
পিএম/এমএম