ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুমকিতে ৪০০ বোতল ফেনসিডিলসহ শাশুড়ি-জামাতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
দুমকিতে ৪০০ বোতল ফেনসিডিলসহ শাশুড়ি-জামাতা আটক

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে ৪০০ বোতল ফেনসিডিল ও ৬০ হাজার টাকাসহ মাদক কারবারি শাশুড়ি ও জামাতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পটুয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইদুল ইসলাম।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

আটকরা হলেন- দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতানী গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামের মোহসীন শেখ (৩৮)। আটক দু’জন সম্পর্কে শাশুড়ি-জামাতা।

এসপি সাইদুল ইসলাম জানান, সাতানী গ্রামের আলেয়া নিজ বাড়ির পশ্চিম পাশে কলা বাগানে মাটির নিচে ফেনসিডিল সংরক্ষণ করে কেনাবেচা করছেন -এমন গোপন সংবাদে শনিবার রাতে সেখানে জেলা পুলিশের বিশেষ ইউনিট ডিবির একটি দল অভিযান চালায়। সে সময় মাদক কেনাবেচায় জড়িত চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই দু’জনকে আটক করা হয়। আর পালিয়ে যাওয়াদেরও আটকের চেষ্টা চলছে।  

আটক শাশুড়ি ও জামাতার বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।