ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

পাখি বিক্রির দায়ে শিকারির জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
পাখি বিক্রির দায়ে শিকারির জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে পাখি শিকার করে বিক্রয় করার দায়ে জুবায়ের আলী (৩২) নামে একজনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ঘুঘু ও বাবুই পাখিসহ বিভিন্ন প্রজাতির প্রায় দেড় শতাধিক পাখি অবমুক্ত করা হয়।

 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চককীর্তি ইউনিয়ন পরিষদ চত্বরে তাকে এই জরিমানা প্রদান করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা।  

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার দ্বিতীয় চককীর্তি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।  

জানা গেছে, সকালে অবৈধভাবে পাখি শিকার করে চককীর্তি বাজারে বিক্রয় করছিল জুবায়ের আলী। এ সময় বিষয়টি চককীর্তি ইউনিয়ন পরিষদ জানতে পেয়ে গ্রামপুলিশের মাধ্যমে তাকে আটক করা হয়। পরে তাকে দশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। পাশাপাশি তার কাছে থাকা ঘুঘু ও বাবুই পাখিসহ বিভিন্ন প্রজাতির প্রায় দেড় শতাধিক পাখি অবমুক্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।