ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে হামলায় ইউএনওসহ আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
কালীগঞ্জে হামলায় ইউএনওসহ আহত ৭

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের উসকানিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ইউএনও আজিজুর রহমানসহ সাতজন আহত হয়েছেন।

 আহত অন্যরা হলেন, ইউএনওর গাড়িচালক রুবেল, আনসার সদস্য আকরাম ও রেজোয়ান, বিআরডিবি অফিসের লিটন আহমেদ, প্রকৌশলী অফিসের রাসেল ও মাধ্যমিক শিক্ষা অফিসের প্রোগ্রাম উজ্জ্বল কুমার শীল।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদ ময়েজ উদ্দিনের ৩৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দুপুরে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণসভার আয়োজন করে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। দুপুরে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়। কিন্তু মোক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে উপজেলা পরিষদ চত্বরের ভেতরে জড়ো হয়।  এ সময় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় কন্যাদিবস উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠান চলছিল। একপর্যায়ে বাইরে জটলা থাকায় আনসার সদস্যরা ওইসব নেতাকর্মীদের গাড়ি চত্বরের বাইরে নিয়ে রাখার অনুরোধ করেন। কিন্তু নেতাকর্মীরা এতে উত্তেজিত হন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমান সেখানে যান। পরে চেয়ারম্যানকে ডেকে স্থানীয় সংসদ সদস্যসহ ভিআইপি নেতারা উপজেলা পরিষদে আসবেন বলে চেয়ারম্যানের নেতাকর্মীদের গাড়ি বাইরে নিয়ে রাখতে বলেন ইউএনও। এতে চেয়ারম্যান আলমগীর হোসেন ক্ষিপ্ত হয়ে ইউএনওর সঙ্গেই উচ্চস্বরে কথা বলেন। একপর্যায়ে চেয়ারম্যানের সঙ্গে থাকা নেতাকর্মীরা ইউএনওসহ কর্মকর্তা-কর্মচারীদের ঘিরে ফেলেন। একপর্যায়ে ইউএনওর ওপর হামলা চালায় এবং তার শার্ট ধরে টেনেহেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।  এ সময় আনসার সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা বাঁধা দিলে তাদের ওপরও হামলা চালান নেতাকর্মীরা। এতে ইউএনওসহ সাতজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা ইউএনও অফিস এবং উপজেলা নির্বাচন অফিসে ইটপাটকেল ছুড়ে জানালার গ্লাস ভাঙচুর করেন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলমগীর হোসেনকে একাধিক বার মোবাইলে কল করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

কালীগঞ্জ ইউএনও আজিজুর রহমান জানান, চেয়ারম্যান এবং তার নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জটলার সৃষ্টি করে অটোরিকশা এবং মোটরসাইকেল রাখেন। তাদের গাড়ি চত্বরের বাইরে খোলা স্থানে রাখার অনুরোধ করার পর চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে উঠেন। এসময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা চেয়ারম্যানের উসকানি পেয়ে আমার এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালায়। এছাড়া ইটপাটকেল নিক্ষেপ করে দপ্তরের জানালা ভাঙচুর করেন। এতে আমিসহ সাতজন আহত হয়েছি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।