ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দেশসেরা প্রধান শিক্ষক শাহনাজ কবীর আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
দেশসেরা প্রধান শিক্ষক শাহনাজ কবীর আর নেই শাহনাজ কবীর

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (এস ভি) দেশসেরা প্রধান শিক্ষক শাহনাজ কবীর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (০১ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে ভারতের মুম্বাইয়ের একটি ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।  

তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার স্বামী ড. রফিকুল ইসলাম বাংলাদেশ সরকারের একজন বিসিএস কর্মকর্তা। তিনি দুই কন্যা সন্তানের জননী।

তার মৃত্যুতে শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেছেন।  


এক নজরে শাহনাজ কবীর:

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের দেশের সেরা ‘প্রধান শিক্ষক’ নির্বাচিত হয়েছিলেন কিশোরগঞ্জ শহরের সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (এস ভি) প্রধান শিক্ষক শাহনাজ কবীর।  

‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯’ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় তাকে দেশের সেরা ‘প্রধান শিক্ষক’ নির্বাচিত করে।

এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ শাহনাজ কবীর প্রথমে কিশোরগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ও পরে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। পরে ময়মনসিংহ অঞ্চলের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে তিনি জাতীয় পর্যায়ের বাছাইয়ে নাম লেখান।

২০১৯ সালের ২৬ জুন আনুষ্ঠানিকভাবে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান-‘প্রধান শিক্ষক’ হিসেবে সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (এস ভি) এর প্রধান শিক্ষক শাহনাজ কবীরকে পুরস্কৃত করা হয়।  

১৯৭০ সালের ১৮ মার্চ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুমড়ি-দুর্গাপুর গ্রামে শাহনাজ কবীর জন্মগ্রহণ করেন। বাবা বীর মুক্তিযোদ্ধা শামছুল কবীর ছিলেন পুলিশ কর্মকর্তা। মাতা সুফিয়া কবীর গৃহিণী।  

মেধাবী শাহনাজ কবীর মুন্সিগঞ্জ এভি জেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৬ সালে প্রথম বিভাগে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে ১৯৮৮ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ থেকে ১৯৯০ সালে বিএ এবং আনন্দমোহন সরকারি কলেজ থেকে ১৯৯২ সালে এমএ পাস করেন তিনি। এরপর ১৯৯৩-৯৪ সালে টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা) ময়মনসিংহ থেকে বিএড প্রশিক্ষণে প্রথম শ্রেণি লাভ করেন। ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ থেকে এমএড প্রশিক্ষণেও প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

১৯৯৭ সালে ঐতিহ্যবাহী নোয়াখালী জিলা স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে শাহনাজ কবীরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের শুরু হয়। এরপর তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে সহকারী শিক্ষিকা (ইংরেজি) পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

২০০৩ সালের পিএসসি (বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন) এর মাধ্যমে সরাসরি সহকারী প্রধান শিক্ষক নির্বাচিত হন শাহনাজ কবীর।  

২০০৫ সালের ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর ২০০৬ সালের ৬ মার্চ তিনি কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (এস ভি) সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে ২০১০ সালে তিনি প্রধান শিক্ষক হন। প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর ২০১২ ও ২০১৩ সালে টানা দুইবার এসএসসি পরীক্ষায় ফলাফলে সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (এস ভি) জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। এরপর ২০১৫ সাল থেকে শতভাগ পাস ও সর্বাধিক জিপিএ-৫ পেয়ে কিশোরগঞ্জ জেলায় ধারাবাহিকভাবে প্রথমস্থান দখল করে আছে সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (এস ভি)। তার সুযোগ্য নেতৃত্বে সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (এস ভি) জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।