ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফরিদপুর: খুলনার খালিশপুরে মুক্তিপণের উদ্দেশ্যে শিশুকন্যা অপহরণ মামলায় আরিফ হোসেন (২৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর র‌্যাব-১০।

রোববার (০১ অক্টোবর) দুপুরে ঢাকার আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আরিফ হোসেন মাদারীপুরের কালকিনি উপজেলার শাহজাহান ঘরামীর ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, শিশু কন্যা অপহরণ মামলায় সাজাপ্রাপ্ত আরিফ হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরিফ ২০১১ সালে ৬ বছর বয়সী এক শিশুকে অপহরণ করেন। সে মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর পর থেকে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।