ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
খাগড়াছড়িতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন সেনা কর্মকর্তা।

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে এ  শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

শীতবস্ত্র বিতরণের সময় রিজিয়ন কমান্ডার বলেন, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে খাগড়াছড়ি রিজিয়ন সবসময় পাশে ছিল, রয়েছে এবং পাশে থাকবে। আগামীতে এ ধরনের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাবির সোবহান মিয়াদসহ অন্যান্য সেনা কর্মকর্তারা।

খাগড়াছড়ির বিভিন্ন এলাকার ৬শ’ জন পাহাড়ি-বাঙালি শীতার্তদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।