ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পল্লী চিকিৎসককে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
পল্লী চিকিৎসককে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: আলমডাঙ্গায় পল্লী চিকিৎসক তৌহিদুল ইসলাম (৪২) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে গ্রেপ্তার এক আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছেন।

 

রোববার (০১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।

গ্রেপ্তাররা হলেন- চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের সানোয়ার হোসেন (৫০) ও তার ছেলে জীবন হোসেন (২২)।

পল্লী চিকিৎসক তৌহিদুল ইসলাম আলমডাঙ্গার ডম্বলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর আলমডাঙ্গার ডম্বলপুর-মাধবপুরে সংযোগ ব্রিজের পিলারের সঙ্গে কুমার নদীতে ঝুলন্ত অবস্থায় তৌহিদুল ইসলামের মরদেহ পাওয়া যায়।

এরপর রোববার (১ অক্টোবর) আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে আলমডাঙ্গা থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। তারা জানান, নিহত তৌহিদুল ইসলামের মেয়ে তামান্না খাতুন গত দুই মাস আগে পরিবারের অসম্মতিতে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় জামাই জীবন ও জীবনের বাবার বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন তৌহিদুল।  

এর জেরে তৌহিদুল ইসলামের মেয়েকে আসামিরা বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। তৌহিদুল ইসলামের মেয়ে নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীর বাড়িতে বিষপান করেন।  

এনিয়ে তৌহিদুলের সঙ্গে তার মেয়ে জামাই ও শ্বশুরের ঝগড়া-বিবাদ হয়। আসামি জীবন ও সানোয়ারকে তৌহিদুল ও তার পরিবার অপমান-অপদস্থ করেন। এ অপমানের প্রতিশোধ নিতে বাবা ও ছেলে মিলে তাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তৌহিদুলকে কৌশলে মাধবপুর এলাকায় ডেকে নিয়ে পেছন থেকে গলায় গামছা ও মুখের ভেতরে গেঞ্জি ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে। হত্যাকাণ্ডের ঘটনা অন্যদিকে প্রবাহিত করার জন্য তৌহিদুলের গলায় রশি দিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ঝুলিয়ে দেয় তারা।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, গ্রেপ্তার দুজনের মধ্যে প্রধান অভিযুক্ত জীবন হোসেন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন: আলমডাঙ্গায় পল্লী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।