চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে কবরস্থানের গাছ ও কাঁঠাল পাতা বিক্রি করতে বাধা দেওয়ায় সেলিম আলী (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কবরস্থান কমিটির নেতারা তাকে বেধড়ক কিল-ঘুষি মারার এক পর্যায়ে তার মৃত্যু হয়।
রোববার (০১ অক্টোবর) রাতে উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও এলাকার টনি মিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম আলী একই এলাকার মৃত সাইফুদ্দীনের ছেলে।
ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ স্থানীয়দের বরাত দিয়ে জানান, কবরস্থানের গাছ ও পাতা কেটে বিক্রি করেছিল মসজিদ কমিটি। এ কাজে বাধা দেয় কমিটির সদস্য সেলিম আলী। এতে ক্ষুব্ধ হয়ে কবরস্থান কমিটির সভাপতি আবদুল হামিদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মারধরের পর সেলিমের মৃত্যু হয়। এ সময় সেখানে নুরুল হক (৪০), মেজর আলী (৪৫) ও তরিকুল তরিককে (৪২) অবস্থান করতে দেখা গেছে।
তবে হামিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, কবরস্থানের গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
এফআর