ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে পুড়ল ঝুট গুদাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
গাজীপুরে আগুনে পুড়ল ঝুট গুদাম

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার শরীফপুর এলাকায় একটি কারখানার ঝুট গুদাম ও বাসা বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে।  

সোমবার (২ অক্টোবর) ভোরে এ আগুনের সূত্রপাত হয়।

 

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল সামাদ জানান, গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার শরীফপুর এলাকায় ইউনিম্যাক্স টেক্সটাইল গার্মেন্টসের টিনশেডের ঝুট গুদাম ও পাশে বাসা বাড়িতে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। আগুনে পুড়ে বাসা বাড়ির ১৬টি কক্ষ ও কারখানার ঝুট গুদাম পুড়ে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।