ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগ‌ঞ্জে বিশ্ব বসতি দিবস পা‌লিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
গোপালগ‌ঞ্জে বিশ্ব বসতি দিবস পা‌লিত

গোপালগঞ্জ: নানা আয়োজ‌নে গোপালগ‌ঞ্জে বিশ্ব বসতি দিবস পা‌লিত হ‌য়ে‌ছে।

সোমবার (২ অক্টোবর) সকাল ১১টায় এ উপল‌ক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সাম‌নে থে‌কে শুরু হ‌য়ে একই স্থা‌নে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপ‌স্থিত ছি‌লেন- জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম ক‌বির, গণপূর্ত বিভাগের উপ‌বিভাগীয় প্রকৌশলী মো. র‌ফিকুল আলম, তন্ময় কর্মকারসহ গণপূর্ত বিভাগের প্রকৌশলী ও বি‌ভিন্ন সরকা‌রি দপ্তরের কর্মকর্তারা।

প‌রে জেলা প্রশাসকের স‌ম্মেলন কক্ষে ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃ‌দ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমূহ চালিকাশক্তি’ প্রতিপাদ্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপ‌তিত্ব ক‌রেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। মুখ্য আলোচক ছি‌লেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।