ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আইফোন কিনতে অন্যের বাড়িতে চুরি, কলেজছাত্র গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
আইফোন কিনতে অন্যের বাড়িতে চুরি, কলেজছাত্র গ্রেপ্তার গ্রেপ্তার কলেজছাত্র মোহাম্মদ ইমন

ঢাকা: রাজধানীর মিরপুরে চুরির অভিযোগে মোহাম্মদ ইমন (১৭) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ অক্টোবর) মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে চুরি করা স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়।

সোমবার (২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, আইফোন কেনার জন্য বাসা থেকে চুরি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান ইমন।

গ্রেপ্তার ইমন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির ছাত্র। গত ২৮ সেপ্টেম্বর বিকেলে মিরপুর পূর্ব মনিপুরের একটি বাড়ির দ্বিতীয় তলায় চুরির ঘটনা ঘটে। চোর ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও টাকাসহ মোট চার লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। পার্শ্ববর্তী একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইমনসহ দুইজনকে শনাক্ত করা হয়। পরে মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়।  

তার দেওয়া তথ্যানুযায়ী একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।  

ইমন জানান, তিনি পরিবারের কাছে আইফোন কেনার টাকা দাবি করেন। কিন্তু পরিবার তাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এতে তিনি ক্ষিপ্ত হন এবং চুরির পরিকল্পনা করেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।