মাদারীপুর: জেলার রাজৈরে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান (১৩) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার দুপুরে গোসল করার জন্য বের হয় সাকিবুল। গোসল করার এক পর্যায়ে সে পাখুল্লার ফকির বাড়ির ব্রিজের ওপর থেকে পানিতে ঝাঁপ দিয়ে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে খুঁজে পায়। পরে সাকিবুলকে উদ্ধার করে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ব্রিজ থেকে ঝাঁপ দিতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি দুঃখজনক।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
এসআইএ