ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মংডুতে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক শেষে দেশে ফিরল ২৯ বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
মংডুতে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক শেষে দেশে ফিরল ২৯ বাংলাদেশি

কক্সবাজার: মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও  মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে দেশটিতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ২৯ জন বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে এ পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগকারী ২৯ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

২৯ জন বাংলাদেশি হলেন- কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার এলাকার বাসিন্দা শাকের উল্লাহ (২৮), এখলাছ মিয়া (২৬), শফি আলম (২৫), মো. পারভেজ (২৪), মিজানুর রহমান (১৮), মোবারক মিয়া (২৪), মো. মহিউদ্দীন (২২), ছালামত উল্লাহ (১৭), মং থিন (৪২), গিয়াস উদ্দিন (২২), রাকিবুল হাসান রাকিব (২২), জাহাঙ্গীর আলম (৩৫) ও মোবারক উদ্দিন (১৮)।  

উখিয়া উপজেলার বাসিন্দা মো. শাহেদ (১৮), মো. তারেক (১৮) ও মো. সাবের (২৯)।  

টেকনাফ উপজেলার বাসিন্দা মো. ইরফান (২২), মো. ইলিয়াছ (১৯), মো. জহির আহমেদ (৩১), মো. আব্দুল আজিজ (২১), মো. তৈয়েব (৩২), আব্দুর সিদ্দিক (২৭) ও মো. রুবেল (২০)।

বান্দরবান জেলার সদর উপজেলার বাসিন্দা সিন খেয়ে মং মার্মা (৩২), থুইচিং প্রু (২৩) এবং লামা উপজেলার থার তুন হলা (৩৬)।

এছাড়া রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বাসিন্দা ইয়ং ছা থুই মার্মা (২৬), ইউ তান ওয়ারা ওরফে স্যার থুই ইউ (৩৪) ও থান হলা সিন ওরফে সোয়ে সিন ওরফে ইউসিচিং মার্মা (৩০)।

সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, পতাকা বৈঠকে তার নেতৃত্বে বিজিবির ১৫ সদস্যের এবং বিজিপির ১ নম্বর পিউন ফিউ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়ে ওয়াই শোর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

বৈঠকে উভয়দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সীমান্ত ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া উভয়দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ, উত্তরোত্তর উন্নতি এবং সহযোগিতা বাড়ানোর জন্য প্রতিনিধিদল দুটির সদস্য মতামত ব্যক্ত করেন বলেও জানান তিনি।

‘পতাকা বৈঠক শেষে মিয়ানমারে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ২৯ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিজিপির প্রতিনিধি দল। ’

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি এবং মিয়ানমারস্থ বাংলাদেশ কনস্যুলেট এর যৌথ উদ্যোগে যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া শেষে দীর্ঘ প্রচেষ্টার পর ২৯ জন বাংলাদেশিকে ফেরত আনা সম্ভব হয়েছে। ’

ফেরত আনা এসব বাংলাদেশি নাগরিককে স্বজনদের কাছে পৌঁছে দিতে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক মহিউদ্দীন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।