ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

শেরপুর: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদা মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলা সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়াস্তিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাদা মিয়া পার্শ্ববর্তী গোয়ালপাড়া গ্রামের বাহাদুর আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।  

জানা গেছে, সকালে সাদা মিয়া তার বাড়ির পাশে ধানক্ষেতে প্রতিদিনের মতো সেচ দিতে যান। পরে বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

কামারেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হারুন-অর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সাদা মিয়ার স্ত্রী ও চার ছেলে-মেয়ের পক্ষে এখন সংসারের ব্যয়ভার বহন করা কষ্টকর হবে।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।