ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রং মিস্ত্রী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রং মিস্ত্রী নিহত রং মিস্ত্রী ইমন শেখ: ফাইল ফটো

খুলনা: খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইমন শেখ (২২) নামে এক রং মিস্ত্রী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৫ অক্টোবর ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলার মোড় তালুকদার লেনের মোহাম্মদ খাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমন গোবরচাকা নবীনগরের সানোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, তালুকদার লেনের মোহাম্মদ খাঁর সামনে দাঁড়িয়ে ছিলেন ইমন। এ সময়  ৫-৬টি মোটরসাইকেলে  করে ১০-১২ জন দুর্বৃত্ত গুলি করে। এতে ইমন শেখ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা (ওসি) মমতাজুল হক জানান, শত্রুতার জের ধরে ইমন শেখের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।