ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ২ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
কালীগঞ্জে ২ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে দুটি দোকানে আগুন লেগে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।  

সোমবার (৯ অক্টোবর) সকালে কালীগঞ্জ শহরের পুরাতন ব্রিজ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৬টার দিকে রাজধানী ক্রোকারিজ নামে একটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় রাজধানী ক্রোকারিজ ও পাশের মিজানুর অ্যালুমিনিয়ামের দোকান ও গোডাউনে থাকা সব মালামাল। এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।  

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।