ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আজিমপুর বাসস্ট্যান্ডে পড়ে ছিল এক ব্যক্তির মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
আজিমপুর বাসস্ট্যান্ডে পড়ে ছিল এক ব্যক্তির মরদেহ

ঢাকা: রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড থেকে সাত্তার মোল্লা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা চলছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে লালবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবেদ আলী বাংলানিউজকে জানান, পথচারীদের মাধ্যমে খবর পেয়ে আজিমপুর বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসআই আরও জানান, ওই ব্যক্তি আজিমপুর এলাকায় ঘুরে বেড়াতেন এবং ভিক্ষাবৃত্তি করতেন। এলাকার লোকজন তার নাম জানতে পেরেছেন সাত্তার মোল্লা। তার বয়স আনুমানিক ৬০ বছর হবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় জানার জন্য সিআইডি ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।