ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে র‍্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
সোনারগাঁয়ে র‍্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌথ অভিযান পরিচালনা করেছে র‍্যাব ১১ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  
মঙ্গলবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজারে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে সৈয়দপুর তালুকদার ফুড অ্যান্ড বেভারেজ প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, সৈয়দপুর তালুকদার ফুড অ্যান্ড বেভারেজে অভিযানের সময় দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য তৈরি করছে। অন্যত্র তৈরিকৃত খাদ্যপণ্য নিজের প্রতিষ্ঠানে তৈরি বলে বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।

র‍্যাব-১১ ও সিপিএসসি মেজর অনাবিল ইমাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, ক্যাব নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন অভিযানের সময় উপস্থিত ছিলেন।  

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেজর অনাবিল ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।