ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের কারাদণ্ড

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে পৃথক অভিযানে এক জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ১১ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশসহ একটি নৌকা  জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত জেলায় মা ইলিশ রক্ষায় মেঘনা ও তেতুলিয়া নদীতে ১৮টি অভিযানে এ জেল ও জরিমানা করা হয়েছে। এ সময় পাঁটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মা ইলিশ রক্ষায় ভোলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালিত হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে দৌলতখানে এক জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য উপজেলায় জাল ও মাছ জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে টহলে রয়েছে স্থানীয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।