ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১১ বছরের সাজা থেকে বাঁচতে ১৬ বছর পালিয়ে ছিলেন সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
১১ বছরের সাজা থেকে বাঁচতে ১৬ বছর পালিয়ে ছিলেন সেলিম

ঢাকা: ১১ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মো. সেলিম মিয়াকে (৫০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শুক্রবার (১৩ অক্টোবর) রাজবাড়ী সদর থানাধীন জেলখানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, ২০০৭ সালে ফরিদপুরের সালথা থানায় দায়ের করা মামলার আসামি সেলিম। মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালত তার ১১ বছরের সাজার রায় দেন।

রায়ের পর থেকে সেলিম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার সেলিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।