ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে অস্ত্রসহ ৮ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
সোনাইমুড়ীতে অস্ত্রসহ ৮ ডাকাত আটক

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের আট সদস্যকে আটক করেছে পুলিশ।  

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

 

আটকরা হলেন- মো. ইলিয়াছ হোসেন সোহাগ (৩৫), মো. রাশেদ (২৫), মো. সাদ্দাম (২৮), মো. তানিম (২২), আব্দুর রহিম আরফান (২৪), মো. সুমন (২৬), মো. খোকন (২২) ও মো. আল-আমিন (২৭)। আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।  

ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরের দিকে উপজেলার বজরা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ওই আটজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি পাইপগান, একটি হাতুড়ি, একটি চাইনিজ কুড়াল, দুইটি কিরিচ, দুইটি মোবাইলফোন ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।  

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।