ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হুমায়ুনের মায়ের ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হুমায়ুনের মায়ের ইন্তেকাল জরিনা আক্তার

কিশোরগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের মা জরিনা আক্তার (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৫ অক্টোবর) সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জরিনা আক্তার বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে নানা শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

রোববার আছর নামাজের পর কিশোরগঞ্জ জেলার হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।