ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড: ৩ মরদেহ হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড: ৩ মরদেহ হস্তান্তর

ঢাকা: মহাখালী আমতলা খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত দুই নারীসহ তিনজনের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।  

মৃতরা হলেন-রফিকুল ইসলাম (৬২) ও আকলিমা রহমান (৩১) ও হাসনা হেনা (২৭) 

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে বনানী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে দুইজন নারী ও একজন বয়স্ক পুরুষ। তিন পরিবার  আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়নি এখনো। এছাড়া তিনজনের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি। পরিবার যদি থানায় এসে ইউডি মামলা করতে চায় তাহলে পুলিশ মামলা নেবে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।