ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ-বিএনপির সংঘর্ষে আহত ৪০ জন ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
পুলিশ-বিএনপির সংঘর্ষে আহত ৪০ জন ঢামেকে

ঢাকা: রাজধানীতে বিএনপির সমাবেশে সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলি ও মারধরে আহত নেতাকর্মী-সাংবাদিকসহ অন্তত ৪০ ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে বিএনপির নারী নেতাকর্মীরাও আছে।

পুলিশের আহত সদস্যরাও রয়েছেন এ তালিকায়।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলের পর বিচ্ছিন্নভাবে আহতদের ঢামেকে নিয়ে আসায় হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহত সাংবাদিকরা হলেন- কালবেলা পত্রিকার সাংবাদিক মো. রাফসান জানি, ইনকিলাবের চিত্রগ্রাহক মাসুম।

পুলিশের মধ্যে আহতরা হলেন- মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের এএসআই (এবি) সামাদ (৩৫), প্রতিরক্ষা বিভাগে কর্মরত পুলিশের নায়েক আ. রাজ্জাক (৪০), পরিবহন শাখার কনস্টবল সাহিন (৩৩), পিওএম’র কনস্টেবল আসাদুজ্জামান (২৬), এসআই কাইয়ুম, কনস্টেবল আলী।

রাজনৈতিক দলের নেতাকর্মীরা হলেন বিএনপি ও জামায়াতের।

এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, এখন পর্যন্ত ৪০ আহতকে হাসপাতালে আনা হয়েছে। সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেলের দিকে পুলিশের এক সদস্যকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।