ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি নেতার বাড়িতে পুলিশের তল্লাশি, আতঙ্কে হার্ট অ্যাটাকে স্ত্রীর মৃত্যু!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
বিএনপি নেতার বাড়িতে পুলিশের তল্লাশি, আতঙ্কে হার্ট অ্যাটাকে স্ত্রীর মৃত্যু! প্রতীকী ছবি

ফরিদপুর: বিএনপির হরতালকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এসএম ইকরাম হোসেন লাবলুর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।  

এসময় তার স্ত্রী রেঞ্জুয়ারা লিপির (৪৭) মৃত্যু ঘটে।

 

রোববার (২৯ অক্টোবর) সকালে সাংবাদিকদের কাছে স্বামী ইকরাম হোসেন লাবলু অভিযোগ করেন, বাড়িতে পুলিশি তল্লাশির সময় ভয়ে-আতঙ্কে হার্ট অ্যাটাক করে তার স্ত্রী মারা গেছেন।  

মৃত রেঞ্জুয়ারা লিপি নগরকান্দা উপজেলার ৫৪ নং চাঁদহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।  

এর আগে শনিবার (২৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরকান্দার দহিসারায় লাবলুর গ্রামের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

ইকরাম হোসেন লাবলু বলেন, আমি রাতে বাড়িতে ছিলাম না। কিন্তু পুলিশ দরজায় বারবার আঘাত করলে পরে আমার স্ত্রী দরজা খুলে দেয়। তারা, ঘরে ঢুকে পুরো ঘরে তল্লাশি চালায়। এসময় আমার স্ত্রী ভয়ে ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

ইকরাম হোসেন লাবলুর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।  

বিএনপি নেতার বাড়িতে তল্লাশির বিষয়টিও এড়িয়ে গেছেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল।  

তিনি বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তবে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়েছে কি-না তা আমার জানা নেই।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।