নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সকালের প্রথম ট্রেন ২ ঘণ্টা শিডিউল বিলম্বে ছেড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ কর্মজীবী যাত্রীরা।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ৭ টা ১৫ মিনিটের ট্রেন সকাল ৯ টা ১৫ মিনিটে ছেড়ে যায়। ট্রেনটি চাষাঢ়ায় এত সময় অপেক্ষা করে। এদিকে পুরো ট্রেন যাত্রীতে পূর্ণ ছিল।
জানা যায়, পূর্ব ঘোষণা না থাকায় এতে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা।
নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ে স্টেশন মাস্টার খাজা সুজন জানান, জিআইবিআরের একটি গাড়ি গেন্ডারিয়া স্টেশন পার হওয়ার পর ট্রেন চালু হয়। এর জন্য শিডিউল বিলম্ব হয়। এটা শুধু আজকের জন্য। ৯ টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যাত্রীদের বুঝিয়ে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এমআরপি/এসএএইচ