ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

প্লাস্টিকের ফুল ব্যবহারে নিরুৎসাহিত করতে ঝিনাইদহে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
প্লাস্টিকের ফুল ব্যবহারে নিরুৎসাহিত করতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ: প্লাস্টিকের ফুল ব্যবহারে বন্ধ ও ব্যবহারে নিরুৎসাহিত করতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  

সোমবার (৩০ অক্টোবর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে রুরুল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)।

 

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সদর উপজেলার গান্না এলাকার ফুলচাষি, স্থানীয় জনপ্রতিনিধিসহ আরআরএফ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা শরিফুল ইসলাম, গান্না ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম, আরআরএফ এর পরিচালক (সকল ডিপার্টমেন্ট অ্যান্ড প্রোগ্রাম) অরুণ কুমার বিশ্বাস, প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. অসিত বরণ মণ্ডলসহ ফুলচাষিরা বক্তব্য দেন।

প্লাস্টিকের ফুল, পরিবেশ ও অর্থনীতিকে বিনষ্ট করছে দাবি করে বক্তারা বলেন, প্লাস্টিকের ফুল যেমন পরিবেশের ক্ষতি করছে একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুলচাষিরা। তাই কৃষক ও পরিবেশ বাঁচাতে প্লাস্টিক ফুল আমদানি বন্ধের দাবি জানান তারা। সেই সঙ্গে সরকারি-বেসরকারি সব অনুষ্ঠানে প্রাকৃতিক ফুল ব্যবহারের শতভাগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।