ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাচাতো ভাইয়ের ইটের আঘাতে যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
চাচাতো ভাইয়ের ইটের আঘাতে যুবকের মৃত্যু 

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় চাচাতো ভাই রাব্বি শেখের ইটের আঘাতে এমরান শেখ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একই দিন বিকেল ৩টায় কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার জলিল শেখের ছেলে। অভিযুক্ত রাব্বি শেখ একই এলাকার মহসিন শেখের ছেলে। তারা দুজনে সম্পর্কে চাচাতো ভাই।  

জানা গেছে, উপজেলার কলমিবুনিয়া এলাকায় পারিবারিক কথাবার্তার সময় চাচাতো ভাই রাব্বি শেখের ইটের আঘাতে এমরান শেখ গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

বুধবার (০১ নভেম্বর) সকালে হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে আনা হয়েছে। তবে এ ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলার আবেদনও করা হয়নি।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার বলেন, চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।