ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই পায়ে গাঁজার প্যাকেট বেঁধে বিক্রি করতে এসে গ্রেপ্তার নারী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
দুই পায়ে গাঁজার প্যাকেট বেঁধে বিক্রি করতে এসে গ্রেপ্তার নারী  গ্রেপ্তার দুই মাদক কারবারি

ফরিদপুর: দুই পায়ে গাঁজার প্যাকেট বেঁধে রেখে মোটরসাইকেলযোগে নড়াইল থেকে ফরিদপুরের নগরকান্দায় বিক্রি করতে এসেছিলেন নারীসহ দুই মাদককারবারি।  

বুধবার (১ নভেম্বর) বিকেলে নগরকান্দা উপজেলার দহিসারা এলাকার জয়বাংলা মহাসড়কে পৌঁছালে পুলিশের হাতে ধরা পড়েন তারা।

গ্রেপ্তাররা হলেন, নড়াইল সদর উপজেলার মীর্জাপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সাথী আক্তার (৩৫) ও ঝিনাইদহ সদরের বয়রাতলা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে কামরুল ইসলাম ওরফে মনিরুল (৪৫)।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন এসব তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, নড়াইল থেকে সাথী আক্তার তার দুই পায়ে অভিনব কায়দায় গাঁজা প্যাকেট বেঁধে বোরকা পড়ে মোটরসাইকেলে করে নগরকান্দায় বিক্রি করতে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে জয়রাংলা মহাসড়কে অভিযান চালিয়ে সাথী ও তার সহযোগীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ওই দুই মাদক কারবারির কাছ থেকে দুই কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তারা পেশাদার মাদক কারবারি। বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।