ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
চরফ্যাশনে বাসে আগুন

ভোলা: ভোলার চরফ্যাশনে আগুন দিয়ে একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এতে বাসে এক তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।  

শনিবার (৪ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে চরফ্যাশন নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়।  

এ ব্যাপারে ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাতে একদল দুর্বৃত্ত যমুনা এক্সপ্রেস নামে একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।  

ভোলার সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান জানান, কে বা কারা বাসে আগুন দিয়েছে, তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, নাশকতার আশঙ্কায় লালমোহন থেকে একজনকে আটক করেছে পুলিশ। রোববার সকাল থেকেই ভোলা-চরফ্যাশনসহ জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।