ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাবির কলাভবন থেকে দুটি ককটেল উদ্ধার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
ঢাবির কলাভবন থেকে দুটি ককটেল উদ্ধার

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ওয়াশরুম থেকে লাল টেপ মোড়ানো ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছেন বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় কলাভবনের ১১০৬ নম্বর রুমের ওয়াশরুম থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, সকালে নিরাপত্তা প্রহরী আলী হোসেন কলাভবনের দক্ষিণ পাশের ওয়াশরুমে দুটি ককটেলসদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি প্রক্টর অফিসে জানানো হলে তারা শাহবাগ থানার বোম্ব ডিজপোজাল ইউনিটকে খবর দেন। তাৎক্ষণিকভাবে ইউনিট এসে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।

বস্তু দুটি দেশীয় ককটেল বলে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর ড. আব্দুল মুহিত বলেন, সকালে আমাদের নিরাপত্তা প্রহরী প্রক্টর অফিসে এসে জানান, কলাভবনের নিচতলার পূর্বপাশের ওয়াশরুমে ককটেলসদৃশ লাল দুটি বস্তু রয়েছে।

সহকারী প্রক্টর আরও বলেন, আমরা ঘটনাস্থলে যাই এবং শাহবাগ থানার বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানাই। তারা তাৎক্ষণিকভাবে এসে বস্তু দুটি উদ্ধার করে। পরে বালুসহ বালতিতে করে ওগুলো নিয়ে যায় এবং সোহরাওয়ার্দী উদ্যানে ডিসপোজ করে।

আরও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে লাল টেপ মোড়ানো দুটি বস্তু

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।