ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিনা গ্রামের মোশারফ মিয়া (৩২) এবং ঢাকা আশুলিয়ার মাজেদা বেগম (৪০)।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্তরা জেলা শহরের হাসপাতাল ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৭ নভেম্বর মাজেদা মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। পরে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে বৃহস্পতিবার সকালে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন মোশারফ। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্র আরও জানায়, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছেন ৫ হাজার ৫৪ জনের। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১৯ জন। এছাড়া হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১৩৫ জন রোগী। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আটজন, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে পাঁচজন, সদর উপজেলায় তিনজন,  নাগরপুরে সাতজন, মধুপুরে তিনজন ও ধনবাড়ী উপজেলায় একজন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।