ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লা ওয়ার সিমেট্রিতে ৭ দেশের প্রতিনিধিদের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
কুমিল্লা ওয়ার সিমেট্রিতে ৭ দেশের প্রতিনিধিদের শ্রদ্ধা

কুমিল্লা: কমনওয়েলথ দিবসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরা।  

শনিবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি সৌধে (ওয়ার সিমেট্রি) ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক, জাপানি রাষ্ট্রদূত ইয়োমা কিমিনরি, অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার নারদিয়া সেম্পসন, বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রতিরক্ষা প্রতিনিধি বিগ্রেডিয়ার এম এস সাবারওয়াল, পাকিস্তানের প্রতিনিধি সাইয়েদ আহমেদ মারুফসহ ব্রিটিশ কাউন্সিল ও বিভিন্ন দেশের ৬৮ জন অতিথি।  

অতিথিরা ওয়ার সিমেট্রির স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা  নিবেদন শেষে শহীদদের স্মৃতিফলক ঘুরে দেখেন তারা।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।